Ticker

6/recent/ticker-posts

আকলিমা খাতুন ট্রাস্ট কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

পাটগ্রাম প্রতিনিধি:- একসময়ের পিছিয়ে পড়া বুড়িমারী এলাকা এখন শিক্ষা ক্ষেত্রে অনেকটা এগিয়ে এমডি আতাউর রহমান প্রধানের হাত ধরে।

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে আকলিমা খাতুন কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঘুন্টি নামক এলাকায় আমানতুল্লাহ প্রধান মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বৃত্তি অনুষ্ঠান।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রধানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাটগ্রাম সরকারি কলেজ'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবীবুর রহমান,পাটগ্রাম আদর্শ কলেজ'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ জিন্নাত আরা বেগম,বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বুড়িমারী ইউপি চেয়ারম্যান মোঃ তাহাজুল ইসলাম মিঠু, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম প্রধান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ আফরোজা বেগম'সহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।

রুপালী ও সোনালী ব্যাংকের সাবেক এমডি এন্ড সিইও মোঃ আতাউর রহমান প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন এবং শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে পড়াশোনা ও নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি মনোযোগী হওয়ার পাশাপাশি সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভুমিকা রাখার পরামর্শ দেন।পিছিয়ে পড়া মানুষদের সামনের দিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই।

Post a Comment

0 Comments