![]() |
ওসি ফেরদৌস ওয়াহিদ এর আগমন ও ওসি ওমর ফারুক'র বিদায় |
পাটগ্রাম - লালমনিরহাট প্রতিনিধি:-দীর্ঘ ২৬ মাস অত্যান্ত সফলতার সাথে স্বীয় দায়িত্ব পালন করে গত ০৪/০৭/২০২৩ ইং তাং -এ বিদায় নিলেন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ওমর ফারুক।
তিনি পাটগ্রাম থানায় যোগদান করার পর থেকে কঠোর হস্তে মাদক,জুয়া,বাল্যবিবাহ,চোরাচালান,ইত্যাদি দমন করতে অনেকাংশে সফলতার সাথে অর্পিত দায়িত্ব পালন করেছেন।ওসি ওমর ফারুক ব্যক্তি হিসেবে ছিলেন সদাসর্বদা হাসোজ্জল ও শান্ত স্বভাবের একজন মানবিক পুলিশ অফিসার, উপজেলার সকল পর্যায়ের মানুষদের কাছে তিনি বেশ প্রশংসার পাত্র ছিলেন,তার হঠাৎ বিদায় টা অনেকেই মেনে নিতে পারেননি,অশ্রুসিক্ত ভাবে তা্কে বিদায় জানিয়েছে পাটগ্রাম উপজেলার মানুষ,ওসি ওমর ফারুক জেলার সদর থানার অফিসার্স ইনচার্জ হিসেবে যোগদান করেন এবং তার স্থলাভিষিক্ত হিসেবে পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ হিসেবে যোগদান করেন তরুন মেধাবী পরিশ্রমী দায়িত্বশীল কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ(ওসি)।ওসি ফেরদৌস ওয়াহিদ দিনাজপুর জেলার হাকীমপুর ও নবাবগন্জ থানায় অফিসার্স ইনচার্জ হিসেবে সফলতা ও সুনামের সাথে স্বীয় দায়িত্ব পালন করে গত ০৪/০৭/২০২৩ ইং তাং - এ পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ হিসেবে যোগদান করেন, ওসি ওমর ফারুক থানার দায়িত্ব ওসি ফেরদৌস ওয়াহিদকে বুঝিয়ে দিয়ে সকলের কাছে বিদায় নেন নতুন কর্মস্থলের জন্য। পাটগ্রাম থানার দায়িত্ব বুঝে নিয়ে ওসি ফেরদৌস ওয়াহিদ সকলের সহযোগিতা চেয়েছেন,যাতে পাটগ্রাম উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সেবা গ্রহীতাদের সেবা প্রদানে পাটগ্রাম থানার পুলিশ সদস্যরা জনতার সেবক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে পারে।পাশাপাশি পাটগ্রাম থানাকে জনতার বিশ্বাস ও আস্হার জায়গায় রেখে মডেল থানা জনতার থানা হিসেবে গড়ে তুলতে চান।ওসি ফেরদৌস ওয়াহিদ পাটগ্রাম উপজেলার সকল পর্যায়ের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সহযোগিতা চেয়েছেন।
0 Comments