Ticker

6/recent/ticker-posts

দিনাজপুরে নছিমনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের।

দিনাজপুরে নছিমনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের।
দিনাজপুরে নছিমনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের।  

 দিনাজপুরে নছিমনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের।  

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর চিরিরবন্দরে গরু বোঝাই নছিমনের ধাক্কায় প্রাণ গেলো জমসেদ আলী নামে এক বৃদ্ধের।

আজ ৩১ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুর দুইটার দিকে চিরিরবন্দর উপজেলা রানিরবন্দর সড়কে বাংলাবাজার নামক স্হানে এই দুর্ঘটনা ঘটে।
নিহিত জমসেদ আলী চিরিরবন্দর উপজেলা সাইঁতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের শেখপাড়া এলাকার মৃত্যু আবদুল হাকিমের ছেলে।
পরিবার ও প্রতক্ষ্য দোষীরা জানায় নিহিত জমসেদ তার একমাত্র ছেলের সাথে ঢাকা সাভারে থাকতেন।
জমি জামা সংক্রান্ত মামলায় হাজিরা দিতে গিয়ে গতকাল বুধবার ঢাকা থেকে চিরিরবন্দরে আসেন।
দিনাজপুরে নছিমনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের।  

আজ সকালে দিনাজপুর কোর্টে হাজিরা দিয়ে দুপুরে চিরিরবন্দর হয়ে ব্যাটারি চালিত আটোতে করে বড় বোনের বাড়ি বাংলাবাজারে রওনা দেন।
বাংলাবাজার এলাকায় পৌঁছে অটো থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় চিরিরবন্দর থেকে আসা গরু বোঝাই নছিমনের ধাক্কা দিলে নছিমনের রড মাথায় ডুকে যায়।
পথচারী ও বাজারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন৷ এ ঘটনায় নছিমন ও চালককে আটকে রাখে এলাকাবাসী।
দিনাজপুরে নছিমনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনসার্চ ওসি বজলুল রশিদ বলেন আজ দুপুরে বাংলাবাজার এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় জমসেদ আলী নামে এক বৃদ্ধ নিহিত হয়েছেন। আমাদের পুলিশ ঘটনা স্হলে আছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Post a Comment

0 Comments